
আজিজ আহমেদ নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ১৬টি ইউপি চেয়ারম্যানদের উপর নানা সময় সন্ত্রাসী হামলা ও কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইউপি চেয়ারম্যানরা। বিশেষ করে বিগত ৫ই মে শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা পরিষদে এই সংবাদ সম্মেলন করা হয়।
করোনা ভাইরাসে জীবন যাপনে যখন স্থবিরতা শুরু হয়েছে ঠিক তখনিই বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী এমপি মহোদয় ও উপজেলা প্রসাশনের সহযোগিতায় দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দরা।
সংবাদ সম্মেলনে বলা হয়, শরীফপুর, কুতুবপুর, রসুলপুর, ছয়ানি, আমান উল্লাহ পুর, জিরতলী, আলাইয়া পুর, রাজগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানদের উপর সন্ত্রাসী হামলা ও বিভিন্ন প্রকার কুচক্রী মহলের মাধ্যেম সোস্যাল মিডিয়ায় অপপ্রচারের সম্মুখীন হচ্ছে। এতে করে তাদের সুনাম ও রাজনৈতিক ভাবে প্রতিহিংসার মুখোমুখি হতে হয়। কিছু কিছু সময় জীবনের নিরাপত্তা হীনতায় ও ভুগছেন তারা। এমতাবস্থায় নিরাপত্তার জন্য প্রসাশনের নিকট জোর দাবি জানানো হয়।
দুর্যোগকালীন মুহুর্তে ত্রান কার্যক্রমকে ব্যহত করার লক্ষ্যে বিভিন্ন মহল তৎপর ও নানা গুজব এবং অপপ্রচার চালিয়ে আসছে। এইসব অপপ্রচারের বিরুদ্ধে সকল ইউপি চেয়ারম্যানগন তিব্রনিন্দা ও প্রতিবাদ জানায়।
আরো জানায়, যদি কোন চেয়ারম্যান ত্রান বিতরনে প্রমান সরুপ অপকর্ম, দুর্নিতি, অনিয়ম করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে প্রসাশনের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ওইসময় ভুল তথ্য, সুনাম ক্ষুন্ন হয়, ভাবমূর্তি নষ্ট হয় এমন হলুদ সাংবাদিকতা না করার ও আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ত্ব করেন, উপজেলা চেয়ারম্যান সমিতির পক্ষে আমান উল্লাহ পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আরিফুর রহমান মাহমুদ। এইসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।