
মুহাম্মদ আশরাফুল খাঁন শ্রীমঙ্গল প্রতিনিধি
আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ এর পক্ষ থেকে অসহায় গরিব-মিসকিন ও দুস্হ মানুষের মাঝে অদ্য 03,04,2020 বাদ জুমা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত নির্বাহী মহাসচিব হজরাতূল আল্লামা আলহাজ্ব মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল্ ক্বাদেরী, কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন, অর্থ সচিব মুফতি মাওলানা মাহমুদুল হাসান আনসারি,ঢাকা মহানগর দক্ষিণ এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্বাস আলী, মুহাম্মদ দেলোয়ার হোসেন,মুহাম্মদ রাসেল মিয়া, মাস্টার আব্দুল্লাহ আল মামুন, হাফেজ মাওলানা মুহাম্মদ মশিউর রহমান, হাফেজ মাওলানা মুহাম্মদ সেলিম, হাফেজ মৌলভী মুহাম্মদ সেলিম, মৌলভী মুহাম্মদ হাবিবুর রহমান, প্রমুখ ।