
মোঃ রাজিব হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টারঃ সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষ সমতায় নতুন বিশ্ব গড়ো”- এই শ্লোগানের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ তারিখ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নারী অধিকার ও নারী নির্যাতন, নারীর প্রতি বৈষম্য দূর করার লক্ষ্যে ২ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার নারীদের এক মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. হারুন অর রশিদ, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সমীর কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশলী মাকসুদুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টিচার্ড, সুশীলণ আস্থা প্রকল্পের সামাজিক মোবিলাইজেশন কর্মকর্তা মো. হাসান মাহমুদ এবং কেস ম্যানেজার জেসমিন আক্তার, কেস ওয়ার্কার সালমা, তহমিনা, হ্যাপী, সজনি,মৌসুমি ও এডিডি ইন্টারন্যাশনাল উপজেলা সমন্বয়কারী জিন্নাত আফরোজ প্রমুখ।