
শহিদুল আলম
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী পৌরসভার হিসাব রক্ষক এসএম শাহিনের বিরুদ্ধে ২ কোটি ৭৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে মামলা হয়েছে। সোমবার সকালে সদর থানায় মামলাটি দায়ের করেন দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো: আরিফ হোসেন।
জানাযায়, এসএম শাহীন ও তার স্ত্রীর নামে জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকায় দুদক তাকে নোটিশ করে। এর প্রেক্ষিতে গত বছরের ১১ ডিসেম্বর শাহীন তার সম্পদের বিবরনী জমা দেয়। যা দুদকের অনুসন্ধানে মিথ্যা ও ভূয়া প্রমানিত হয়। মামলায় শাহীনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভুত ২ কোটি ৭৪ লাখ ৭৪ হাজার ৩শ’৫০ টাকার অভিযোগ করে দুদক।
মামলা দায়েরের পর একাধিক নির্ভরযোগ্য সুত্র জানায়, এসএম শাহিনের সম্পদের পরিমান আরো কয়েক গুন বেশি হবে। তার এ দুর্ণীতির সাথে আরো রাঘব বোয়ালরা জড়িত আছে। যা সঠিক অনুসন্ধানে বের হতে পারে। এর আগে শাহিনের বিরুদ্ধে কর্মচারিদের যৌন হয়রানিসহ অনেক অভিযোগ রয়েছে।
ব্যাপারে এসএম শাহিনের সাথে বার বার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।