
বাংলাদেশের রফতানিতে উল্লেখযোগ্য অবদান রাখায় গ্লোব গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ বাণিজিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-রফতানি) মনোনীত হয়েছেন।
সোমবার রাজধানীর রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে বাণিজ্যমন্ত্রীর হাত থেকে তিনি সিআইপি কার্ড গ্রহণ করেন। বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবি’র যৌথ আয়োজনে হারুনুর রশীদ সহ ১৭৮ জন ব্যবসায়ীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়।
এ ব্যাপারে হারুনুর রশীদ বলেন, সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছি। দেশের অর্থনীতিতে আমার সামর্থ কাজে লেগেছে এজন্য আমি গর্বিত। সরকার আমার কাজের স্বীকৃতিস্বরূপ সিআইপি কার্ড দিয়েছে। সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার মন্ত্রণালয় আমাকে সিআইপির সম্মান দিয়েছে।
তিনি বলেন, আমি দেশের জন্য, দেশের অর্থনীতির উন্নতির জন্য আজীবন কাজ করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।