
ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় সদর উপজেলার সুলতানপুর ও বুধবার ভোরে লেমুয়ায় পৃথক ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাঁঠালতলা এলাকার মাদু মিয়া ওরফে মানু মিয়ার ছেলে মোহাম্মদ সুমন (৩২) ও চাঁদপুরের শাহরাস্থি থানার ইছাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. কবির হোসেন (৩৫)।
জানা যায়, মঙ্গলবার রাতে ফেনী সদরের সুলতানপুর এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী মোহাম্মদ সুমন ওরফে লাল সুমন নিহত হয়। এ সময় একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শ্যুটার গান, গুলি ও আনুমানিক ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খুন, মাদক, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১২টি মামলা রয়েছে।
এদিকে, বুধবার ভোরে ফেনী সদরের লেমুয়া এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় মাদক ব্যবসায়ী কবির হোসেন নিহত হয়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, ৭ রাউন্ড গুলি ও ১ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নাজমুল হাসান জানান, র্যাব সদস্যরা মৃত অবস্থায় দুটি লাশ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে লাশ দুটি হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম পিপিএম।