আজ আত্মবিশ্বাসী টাইগারদের প্রতিপক্ষ কিউই
বিশ্বকাপের শুরুতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ দল। জয় দিয়ে বাংলাদেশের মিশন শুরু হওয়ায় আত্মবিশ্বাসী টাইগাররাও। আজ মুখোমুখি হচ্ছে শক্তিশালী প্রতিপক্ষ নিউজিল্যান্ডের।
লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে জয় নিয়ে দুদলই আছে আত্মবিশ্বাসে ভরপুর। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হাড্ডাহাড্ডি হবে। তবে দুদলের এই পরীক্ষা বাতিল করতে পারে বৃষ্টি। ইংল্যান্ডের আবহাওয়ার পূর্বাভাস তাই বলছে।