
এম এম মনির,গংগাচড়া( রংপুর) প্রতিনিধি:-
বাংলাদেশের ঐতিহ্যবাহী তরুণদের সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ এর গংগাচড়ার একদল তরুন মানবিক সহায়তা নিয়ে বন্যা ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো।
গত ০৮ আগষ্ট ২০২০ তারিখে আত্নমানবতার সেবায় গংগাচড়া উপজেলা ইয়ুথ ফোরামের সদস্যরা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।
তরুণদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে গংগাচড়ার কোলকোন্দ ও লক্ষীটারী ইউনিয়নের ১৫০টি পরিবারের মাঝে তারা শুকনা খাবার (চিড়া, চিনি, বিস্কুট) এবং খাবার স্যালাইন বিতরণ করে। তাদের নিজেদের তেমন কোন পুঁজি না থাকলেও কমিউনিটির মানুষের কাছে আবেদনের প্রেক্ষিতে অর্থ সংগ্রহ করে উপরোক্ত খাদ্য সামগ্রী ক্রয় করে অসহায় মানুষেকে সহায়তা প্রদান করে।
তাদের এ ত্রাণ বিতরণ কাজে যাতায়াতের জন্য নৌকা ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেন কোলকোন্দ ও লক্ষিটারী ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে মোঃ সোহরাব আলী (রাজু) এবং মোঃ আব্দুল্লাহ আল হাদী। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- লক্ষিটারী ইউপি সদস্য মোঃ মোন্নাফ ও কোলকোন্দ ইউপি সদস্য মোঃ নুরন নবী ভুট্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইয়ুথ সদস্য শেখ রবিউল ইসলাম, সুমন, রানু মিয়া, রায়হান কবির, নওরিন আক্তার, দেলোয়ার, প্রান্ত কুমার, মিল্লাত, মনিষা, ঋতু, ফরিদুল, গোপাল, লিখন, মাসুম, মেরাজ, পলক, দীপক ও সুজন সদস্য খাদেমুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-এর ইউনিয়ন সমন্বয়কারী নুর আমিন এবং উপজেলা সমন্বয়কারী মোঃ শামসুদ্দীন প্রমূখ।(সংবাদ বিগ্ঙত্তি)