
আলাউদ্দিন দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
দৌলতপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ আফাজ উদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দীন রিমনের সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এস এম কামাল হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দীন খান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাংসদ আ কা ম সরওয়ার জাহান বাদশা, প্রমুক।
এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত আছেন।
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দীন খান দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা করে।
সভাপতি আফাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফ উদ্দীন রিমন।