
মোঃ রাজিব হোসেন তালুকদার, স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। আজ সোমবার (৪ তারিখ) বেলা দেড়টায় জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামের রাসেলের কণ্যা সারামনি (২) এবং বেলা আড়াইটায় তুলাতলী গ্রামের আ. রাজ্জাকের পুত্র ফাইজুল করিম (৮) সবার অগোচরে পুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর পুকুর থেকে তাদের উদ্বার করে কুয়াকাটা বিশ শয্যা বিশিস্ট হাসপাতালাতে নিয়ে আসা হলে কতব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক আরিফুর রহমান জানান, উভয় শিশুই হাসপাতালে নিয়ে আসার পূবে মারা গেছে।