
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি।
নোয়াখালী শিল্প কলা একাডেমী চত্বরে ৭ দিন ব্যাপী এসএমই(স্মল- মিডিয়া এন্টারপ্রেনার) পন্য মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। অতিরিক্ত জেলা প্রশাসক আবদুর রউফ মন্ডলের সভাপতিত্বে এ সময় আরো আলোচনা করেন, নোয়াখালী বিশ্ব বিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ রফিক উল্যা, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান এড. শিহাব উদ্দিন শাহীন, সহকারী পুলিশ সুপার ঐসহ্য খিসা, বেগমগঞ্জ বিসক শিল্প নগরীর সাধারন সম্পাদক নজরুল ইসলাম প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউছুপ,সদর উপজেলা নির্বাহী অফিসার,বিসকি কর্মকর্তা মাকসুদুর রহমান,নাসিব কেন্দ্রিীয় কমিটির সদস্য হাফিজুর রহমান মিলন প্রমূখ।
স্থানীয়ভাবে উৎপাদিত পন্যের শতাধিক ষ্টল মেলার অংশগ্রহণ করে।
জেলা প্রশাসক তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ক্ষুদ্র ও মাঝারী শিল্প উদ্যোক্তা কর্তৃক পণ্যের প্রচার, প্রসার. বিক্রয় এবং ক্রেতা- বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী প্রতিনধিসহ স্টেকহোল্ডরদের সম্পৃক্ত করে এ মেলার আয়োজন করা হয়েছে।