
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ : ঐতিহ্যবাহী গোলাপগঞ্জের থানার বুধবারীবাজার ইউনিয়নের বহরগ্রামে একটি প্রবাসী অধ্যুষিত গ্রাম। এগ্রামের প্রবাসীদের সহযোগিতা এবং গ্রামের মুরব্বি ও যুবসমাজের অন্তরিক প্রচেষ্টায় গড়েউটেছে একটি সামাজিক সংগঠন জনমঙ্গল সমিতি বহরগ্রাম একটি মাদ্রাসা জামেয়া ইসলামিয়া বহরগ্রাম। একটি প্রাথমিক বিদ্যালয় বহরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আটটি মসজিদ। গ্রামের সকল সামাজিক উন্নয়ন মূলক কাজে সবসময় জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর সকল সদস্য প্রবাসীদের সাথে নিয়ে একসাতে কাজ করে আসছে।এরই ধারাবাহিকতায় গত রবিবার স্থানীয় বাহরগ্রাম জনমঙ্গল সমিতির মিলনায়তনে বহরগ্রামের সকল প্রবাসীদেরকে এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নেত্রিবৃন্দর সম্মানার্থে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা সভায় সভাপত্তিত করেন সংগঠনের সভাপতি মোঃ রোহেল আহমদ রিপন। সংবর্ধনা অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জনমঙ্গল সমিতির সাধারন সম্পাদক রেজওয়ান আহমদ এবং জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি মোঃ জামিল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জামেয়া ইসলামিয়া বহর গ্রাম মাদ্রাসার ছাত্র জনাব মুজাহিদুল ইসলাম।
উক্ত সংবর্ধনা অনুষ্টানে অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গোলাপগঞ্জ পৌর সভার মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল। সাবেক ইউপি চেয়ারম্যান এবং জনমঙ্গল সমিতির সাবেক সভাপতি জনাব ফখরুল ইসলাম আছকির।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার জনাব বদরুল ইসলাম সুহেব। গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে সভাপতি জনাব আলতাফ হোসেন বাইছ। জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য শাখার সভাপতি এবং গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে কোষাধ্যক্ষ জবরুল ইসলাম লনি। বিশিষ্ট সমাজসেবী জামেয়া ইসলামিয়া বহর গ্রাম মাদ্রাসার সাধারন সম্পাদক বহর গ্রাম পৌষ্ট অফিস এর পৌষ্ট মাস্টার জনাব হাজী আব্দুর রাজ্জাক। বিশিষ্ট সমাজসেবী জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর সাবেক সাধারন সম্পাদক এবং জামেয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার সহ সভাপতি জনাব আব্দুল মুকিত। জামেয়া ইসলামিয়া বহর গ্রাম মাদ্রাসার মুহতামিম জনাব মৌলানা মোঃ এনাম উদ্দীন। বিশিষ্ট সমাজসেবী জামেয়া ইসলামিয়া বহর গ্রাম মাদ্রাসার সহ সভাপতি জনাব নুরুল ইসলাম আমুদ। বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর সাবেক সফল সভাপতি জনাব আব্দুল মুকিত চান্দই।গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের সাধারণ সম্পাদক জনাব মোস্তাাফিজুর রহমান চৌধুরী রুহুল, গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আবদুল বাছির। বিশিষ্ট সমাজসেবী জনাব নুরুল ইসলাম কটই। জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আফরুজ মিয়া শাহিন। জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য শাখার সহ সভাপতি বাহার উদ্দীন। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা জনাবা নাজিরা বেগম শীলা।বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব-শিক্ষানুরাগী বহর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব মুস্তাকুর রহমান।কালিজুরী প্রভাতী সংঘের সভাপতি হিফজুর রহমান।বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন আহমদ।জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য শাখার সমাজকল্যাণ সম্পাদক কবির আহমদ বাদশা। জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য শাখার সহ-সমাজকল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম। জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর সাবেক সভাপতি মোঃ সামছুল ইসলাম কয়েছ।জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ। ইটালি প্রবাসী মোঃ রুমেল আহমদ, সৌদি আরব প্রবাসী সহির উদ্দীন।সৌদি আরব প্রবাসী আবুল কালাম।লন্ডন প্রবাসী সায়িদ আহমদ। সংযুক্ত আরব আমিরাত(ডুবাই) প্রবাসী সেলিম উদ্দীন।মোঃ জিয়া উদ্দীন। মোঃ জাহাংগির আহমদ।মোঃ নরুজ আলী। মোঃ হিরা মিয়া। মোঃ সজই আহমদ। মোঃ সবুজ উদ্দীন।মোঃ সরফ উদ্দীন। প্রবাসী খলকু মিয়া। আবজল আহমদ, তুলোন আহমদ, জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর সাবেক সাধারন সম্পাদক সরোওয়ার হোসেন। মিলাদ মহাম্মদ। আনোয়ারুল হোক, জয়নাল আবেদিন, আলীম উদ্দীন, মনসুর আহমদ, মোঃ মনজুর আহমদ, শাওয়ন আলম, আব্দুর রহিম, ইমতিয়াজ ফাহিম, এম কে আই হিরু, সামিম আহমদ, জুবায়ের আহমদ, সুলতান আহমদ মুক্তার, মাহিন আহমদ, প্রবাসী সাহিন আহমদ।রাজন আহমদ সহ আরো অনেক।অনুষ্টানে আগত অতিথি বৃন্দ জনমঙ্গল সমিতি বহরগ্রাম এর বর্তমান কার্যকারি কমিটিকে ধন্যবাদ জানান এতো সুন্দর একটি অনুষ্টান আয়োজন করার জন্য।